Friday, 20 July 2018

 

সিভাসু’র ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তির আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর

এগ্রিলাইফ২৪ ডটকম:চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তির জন্য আবেদন আগামী ১৭ নভেম্বর শেষ হচ্ছে। ভর্তি পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর ২০১৬ তারিখ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবার তিনটি অনুষদে মোট ২৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভেটেরিনারি মেডিসিন অনুষদে-পাঁচ বছর মেয়াদী ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) কোর্সে ৯৫ জন, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদে- চার বছর মেয়াদী বিএসসি (অনার্স) ইন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি কোর্সে ৭৫ জন এবং ফিশারিজ অনুষদে- চার বছর মেয়াদী বিএসসি ইন ফিশারিজ (অনার্স) কোর্সে ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজী বিষয়ে এক ঘন্টার লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cvasu.ac.bd) অথবা নোটিস বোর্ডে পাওয়া যাবে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন: ভর্তি বিজ্ঞপ্তি