Wednesday, 15 August 2018

 

বাকৃবিতে রোটারেক্ট ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বুধবার রোটারেক্ট ক্লাবের উদ্যোগে কৃষি বিশ্ববিদ্যালয় (কে.বি.) নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব ময়মনসিংহের অর্থায়নে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সম্মেলন কক্ষে ওই উপকরণ বিতরণ করা হয়।

রোটারেক্ট ক্লাবের সভাপতি রোটারেক্টর স্বর্ণালী জাহান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয়ের সচিব মেসবাহ উল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুর রশিদ ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. এ.কে.এম জাকির হোসেন, গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাছুমা হাবিব, সাবেক সভাপতি রোটারি ফারুক খান পাঠান, রোটারেক্টর বৃন্দসহ প্রমুখ ।

এসময় নৈশ বিদ্যালয়ের ৪৬ জন শিক্ষার্থীদের মাঝে দুটি করে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।