Saturday, 18 November 2017

 

বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি:দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নি সংযোগ, লুটপাট ও অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, ছাত্রলীগ, সনাতন সংঘ বাকৃবি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. মো. মঞ্জুরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন প্রমুখ।