Wednesday, 15 August 2018

 

বাকৃবিতে ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল মাঠে ওই খেলা শুরু হয়।

প্রিমিয়ার লীগে হলের মোট ৬ টি দল অংশগ্রহণ করেন। ক্রিকেট লীগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মিয়া ক্যান্টনমেন্ট ও এবি ব্লাস্টার্স। ফাইনালে এবি ব্লাস্টার্স ১৪ রানে জয়ী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দদাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, হলের হাউজটিউটরবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।