Saturday, 21 July 2018

 

বাকৃবি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের অর্থায়নে ইস্টাব্লিসমেন্ট অব টেকনলোজি ট্রার্ন্সফার কর্মশালাটির আয়োজন করে।

সকাল সাড়ে ১০ টার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ইস্টাবিলিসমেন্ট অব টেকনলোজি ট্রার্ন্সফার অফিস ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রকল্পের উপ-ব্যবস্থাপক অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. জহির উদ্দীন।