Saturday, 21 July 2018

 

পবিপ্রবি’র সাথে অরণ্যক ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মো:মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে অরন্যক ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক মো: মাহফুজুর রহমান সবুজ এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন ও মেডিসিন সার্জারী এন্ড অবস্ট্রেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. মোঃ সেলিম আহাম্মদ এবং অরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদউদ্দিন আহমেদ ও সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল কুদ্দুস এ চুক্তিতে স্বাক্ষর করেন। এর ফলে পবিপ্রবি’র শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার উন্নয়নে অগ্রগতি হবে এবং গ্রামীণ জনগোষ্ঠীকে প্রাণীসম্পদ উন্নয়নে অবদান রাখবে।

এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর জেহাদ পারভেজ, ড. অসিত কুমার পাল, ড. আলমগীর হোসেন, অরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদউদ্দিন আহম্মেদ প্রমুখ।