Sunday, 19 November 2017

 

২ মাস যাবৎ নিখোঁজ বাকৃবির ডাইনিং কর্মী হাশিম

বাকৃবি প্রতিনিধি:ময়মনসিংহ জেলার চন্ডীপুর গ্রামের বাসিন্দা হাশিম উদ্দিন (৩৫)  প্রায় দুই মাস যাবৎ নিখোজঁ রয়েছেন। ঈদ-ঊল আযহার পর কাজের সন্ধানে তিনি নরসিংদী যান। পরবর্তীতে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

হাশিম উদ্দিনের পিতার নাম সবকদর ফকির মাতা জামিলা খাতুন। ২৮ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় এবিষয়ে একটি জিডি (জিডি নং ৯৭০)  করা হয়। হাশিম উদ্দিনের বড় ভাই মমতাজ উদ্দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে কর্মরত। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নম্বরে ০১৭১৯৪৭৪৯০৯ ( বড় ভাই মমতাজ উদ্দিন) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।