Monday, 20 August 2018

 

পবিপ্রবিতে চয়েস ফর্ম পুরন শুরু ৮ ডিসেম্বর

মো মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি:পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সে বিভিন্ন অনুষদে উত্তীর্ণ শিক্ষার্থীদের চয়েস ফর্ম পুরন আগামিকাল ৮ ডিসেম্বর ২০১৬ থেকে  শুরু হবে।ভর্তি কমিটি সূত্রে আজ এ তথ্য পাওয়া যায়।

৮ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pstu.ac.bd)  গিয়ে ইউনিট অনুযায়ী সাবজেক্ট চয়েস করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। মেধা তালিকা ও অপেক্ষমান তালিকার সকল শিক্ষার্থীরা চয়েস ফর্ম পুরন করার সুযোগ পাবে বলে জানা যায়।এছাড়া ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বুথ থেকেও ফর্ম পুরন করা যাবেবলে জানা গেছে।

এই সময়সীমার মধ্যে উত্তীর্ণ (মেধা ও অপেক্ষমান তালিকা) কোন শিক্ষার্থী যদি চয়েস ফর্ম পুরন করতে  ব্যর্থ হয় তাহলে ভর্তি হওয়ার সুযোগ হারাবে।

উল্লেখ্য গত ২ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন ইউনিটের ৬৫৭ টি সিটের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি যুদ্ধে অংশগ্রহন করে।