Sunday, 23 September 2018

 

প্রতিবন্ধীদের সাথে বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাবের সারাদিন

বাকৃবি প্রতিনিধি:রোটার‌্যাক্ট ক্লাব অব এগ্রি ভার্সিটি ও প্রক্টর অফিসের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৪৫ জন প্রতিবন্ধীদের নিয়ে “ স্পেরেডিং হ্যাপিনেস” এর আয়োজন করা হয়। এর অংশ হিসেবে তারা প্রতিবন্ধীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে ঘুরে বেড়ান।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে শনিবার ময়মনসিংহের প্রতিবন্ধীদের মাঝে সকালের নাস্তা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম, ছাত্র বিষয়ক উপিদেষ্টা অধ্যাপক ড. আলমগীর হোসেন, বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী সাধারণ সম্পাদক মিয়া মো. রুবেল প্রমুখ।