এগ্রিলাইফ২৪ ডটকম:মোঃ আনিসুর রহমান নীহারিকা এগ্রো এন্ড ফিড মিলস্ লি: এর চেয়ারম্যান এবং নীহারিকা ফিশারিজ এন্ড হ্যাচারীজ এর ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের মৎস্য চাষীদের নিকট ভাসমান ফিশ ফিড জনপ্রিয় করে তোলার অন্যতম পথিকৃৎ কৃষিবিদ আনিস নীহারিকা ফিশারিজ এন্ড হ্যাচারীজ এর প্রশাসন, বিপণন ও প্রধান সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিক্ষা জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বি,এসসি ফিশারীজ (অনার্স) সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয় থেকে একুয়াকালচারে এম.এস সম্পন্ন করেন। পরবর্ত্তীতে তিনি স্টারলিং ইউনিভার্সিটি থেকে পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন একুয়াটিক রিসোর্স ডেভেলপমেন্ট সম্পন্ন করেন।

কৃষিবিদ আনিস দেশের অন্যতম বৃহৎ তেলাপিয়া হ্যাচারী-স্পেট্রা-হেক্সা নামসাই হ্যাচারী লিঃ-এর বিপণনসহ নানা গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মৎস্য সেক্টরের হ্যাচারী ও ফিড নিয়ে কাজ করার তার রয়েছে দীর্ঘ আঠারো বছরের বাস্তব অভিজ্ঞতা।