Sunday, 23 September 2018

 

নৈশ বিদ্যালয়ে বাকৃবি ছাত্রলীগের শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কে.বি. নৈশ বিদ্যালয়ের ৮৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বাকৃবি শাখা ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার রাতে ওই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, সহকারী প্রক্টর ড. মোহাম্মদ আল-মামুন, ড. মো. আজহারুল ইসলাম, বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলসহ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অসংখ্য এতিম, অবহেলিত, সুবিধাবঞ্চিত পথশিশুর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে কেবি নৈশ বিদ্যালয়। ঝড়ে পড়া কোমলমতি শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বাকৃবি শিক্ষক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে কেবি নৈশ বিদ্যালয়। সারাদিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন বিভিন্ন হলের ডাইনিং, বিভিন্ন হোটেল ও শিক্ষকদের বাসভবনে গৃহপরিচারিকা হিসেবে এরা কাজ করেন। প্রতিদিনের কাজ শেষে সন্ধ্যায় তারা নৈশ বিদ্যালয় স্কুলে পড়াশোনা করতে আসেন।