Monday, 20 August 2018

 

বাকৃবিতে ২য় অপেক্ষমান তালিকায় ভর্তি বৃহস্পতিবার

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় অপেক্ষমান তালিকার ভর্তি কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। মেধা তালিকা ও প্রথম অপেক্ষমান তালিকায় ভর্তি সম্পন্ন শেষে ১০৫টি আসন শূন্য রয়েছে। অনুষদ ভিত্তিক শূন্য আসনের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

অপেক্ষমান মোট ৩০০ জনের একটি তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই তালিকাভূক্ত প্রার্থীদের ১৮ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে অনুষদ ভিত্তিক অপশন ও তথ্য প্রদানের ভিত্তিতে ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতেছে। আজ সন্ধ্যা ৬টায় রিপোর্টকৃত প্রার্থীদের মধ্য থেকে মেধাভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ওই তালিকার শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.bau.edu.bd) পাওয়া যাবে।