Thursday, 19 July 2018

 

নোবিপ্রবি’র ১ম বর্ষ সম্মান শ্রেনীর শুন্য আসন ও কোটায় ভর্তি-২৭ ডিসেম্বর

কামরুল শাকিম নোবিপ্রবি থেকে: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেনীর শুন্য আসন ও কোটায় (মুক্তিযোদ্ধা, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও পোষ্য) ২৭ ডিসেম্বর ২০১৬ শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী 'এ' গ্রুপে অপেক্ষমান তালিকা ৯০৬ থেকে ১২০৫ পর্যন্ত, 'বি' গ্রুপে অপেক্ষমান তালিকা ১০৫১ থেকে ১১৫০ পর্যন্ত।

'এ' গ্রুপের মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমান তালিকা ৩৩ থেকে ৫০ পর্যন্ত; 'বি' গ্রুপের মুক্তিযোদ্ধা কোটার ৩৪ থেকে ৫০ পর্যন্ত; উপজাতি কোটার ৮ থেকে ২৫ পর্যন্ত; 'সি' গ্রুপের মুক্তিযোদ্ধা কোটার ১১ থেকে ৫৯ পর্যন্ত। ২৭ ডিসেম্বর ২০১৬ সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি ও আনুষঙ্গিক ফি ২৩,০০০.০০ (তেইশ হাজার) টাকাসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তাছাড়া ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd তে পাওয়া যাবে।