Wednesday, 18 July 2018

 

সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে নোবিপ্রবিতে আনন্দ মিছিল

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা, দেশরত্ন শেখ হাসিনার দশম জাতীয় সংসদ নির্বাচনের তিন বছর পূর্তি উপলক্ষে আজ বেলা ১১টায় "আনন্দ মিছিল" করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি)শাখা ছাত্রলীগ।

শনিবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে,  বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রলীগ নেতা  এস এম ধ্রুব বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে । বাংলাদেশ ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে পথের পাথর সরাতে সদা প্রস্তুত আছি।

আনন্দ মিছিলে এস এম ধ্রুব এর নেতৃত্বে  প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।