Wednesday, 18 July 2018

 

“মালয়েশিয়ান তিনটি বিশ্ববিদ্যালয়ের সাথে ইবিএইউবি এর সমঝোতার উদ্যোগ”

ক্যাম্পাস ডেস্ক:সম্প্রতি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর সাথে মালয়েশিয়ান তিনটি বিশ্ববিদ্যালয়-ইউনিভার্সিটি কুুয়ালালামপুর (ইউনিকেএল), ইন্টারন্যাশনাল সেন্টার ফর এডুকেশন ইন ইসলামিক ফাইন্যান্স (ইনসেইফ) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালেশিয়া (আইআইইউএম)-এর যৌথ শিক্ষা গবেষনা, শিক্ষক-গবেষক বিনিময়, ক্রেডিট ট্রান্সফার, ইন্টারন্যাশনাল কনফারেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়। আলোচনায় ইবিএইউবি-র প্রতিনিধিত্ব করেন উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান।

উক্ত অনুষ্ঠানে ইউনিকেএল এর পক্ষে প্রফেসর ড. ইব্রাহিম কামাল আবদুল রহমান, ডীন, বিজনেস স্কুল, প্রফেসর ডাটুক সি মুসা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইনসেইফ-এর পক্ষে প্রফেসর ডাটুক ড. সৈয়দ ওথমান আলহাবসি, ডেপুটি প্রেসিডেন্ট একাডেমিক ও ড. বেলো লাওয়াল ডানবাট্টা এবং আইআইইউএম এর পক্ষে সহযোগী অধ্যাপক ড. কুদ্দুস সহ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষনার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্র্থী বিনিময় ছাড়াও যৌথ উদ্যোগে গবেষনার সুযোগ সৃষ্টি হবে বলে আলোচকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।-সংবাদ বিজ্ঞপ্তি