Friday, 15 December 2017

 

বাকৃবিতে প্রতিবাদী কার্টুন ও তথ্যচিত্র প্রদর্শনী

বাকৃবি প্রতিনিধি:সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বাাঁচাও সুন্দরবন প্রাণ-প্রকৃতি জনগণ’ শীর্ষক প্রতিবাদী কার্টুন ও তথ্যচিত্র শুক্রবার প্রদর্শনী হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন বাসদ (মাকর্সবাদী) ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক কমরেড শেখর রায়। এসময় বক্তব্য রাখেন শেখর রায় সহ বাকৃবি শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদ। বক্তব্যে বক্তারা অবিলম্বে সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানান এছাড়া সুন্দরবন রক্ষায় সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।