Saturday, 21 July 2018

 

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে ‘কলেজ ডে’ উদযাপন

বাকৃবি প্রতিনিধি:মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে মান সম্পন্ন জ্ঞান অর্জনের মাধ্যমে ক্ষুধা দারিদ্রমুক্ত ও বাসযোগ্য অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে ময়মনসিংহে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে ‘কলেজ ডে’ উদযাপিত করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খান, প্রক্টর ড.এ কে এম জাকির হোসেন, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গর্ভনিং বডির চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

শোভাযাত্রা শেষে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চলনা করেন কলেজের সহকারী অধ্যাপক ভাস্কর সেন গুপ্ত।