Tuesday, 25 September 2018

 

রাবি শিক্ষকের মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যের শোক

ক্যাম্পাস ডেস্ক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক সোহরাব উদ্দিন আহমদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি শিক্ষা ও গবেষণায় অধ্যাপক  সোহরাব উদ্দিন আহমদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। উপাচার্য ও উপ-উপাচার্য মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।

অধ্যাপক সোহরাব উদ্দিন আহমদ (৮৫) আজ বুধবার বেলা ১১:৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে ... রাজিউন)। মুত্যৃকালে তিনি স্ত্রী, চার কন্যা ও চার পুত্র রেখে গেছেন। আজ বাদ মাগরিব বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় খোজাপুর গোরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।-সংবাদ বিজ্ঞপ্তি