Thursday, 16 August 2018

 

নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন স্থগিত

ক্যাম্পাস ডেস্ক:অনিবার্য কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।তাছাড়া সমাবর্তন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিবন্ধন সহ সকল কার্যক্রমও স্থগিত করা হয়েছে। সমাবর্তনের তারিখ এবং নিবন্ধনের সময়সূচী পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ আগামী ৩০ মার্চ ২০১৭ নির্ধারণ করা হয়েছিল। এ নিমিত্তে নিবন্ধনের তারিখ ২৬ ফেব্রুয়ারী হতে ১৫ মার্চ ২০১৭ পর্যন্ত ঘোষণা করা হয়।

সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd তে পাওয়া যাবে।