Tuesday, 21 August 2018

 

নোবিপ্রবি সালাম হলে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

কামরুল হাসান শাকিম:ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম হলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় ভাষা শহীদ আব্দুস সালাম হলের ডায়নিং রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। হল প্রভোস্ট প্রফেসর ড. ইউসুফ মিঞার সভাপতিত্বে এবং আহমদ উল্লাহ শিমুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, প্রভোস্ট প্রফেসর ড. ইউসুফ মিঞা, ছাত্রদের পক্ষ থেকে বদরুল হায়দার রিয়েল, সাজ্জাদ প্রমেল,  সাদ্দাম, শিবলু প্রমুখ।