Tuesday, 21 August 2018

 

নোবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কামরুল হাসান শাকিম:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উদযাপন করা হয়েছে। আজ বুধবার (০৮ মার্চ ২০১৭) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে এর উদ্ভোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

সেখানে সংক্ষিপ্ত এক বক্তৃতায় উপাচার্য নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র নির্দেশনা পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নোবিপ্রবি পরিবারের সকলের অংশগ্রহণে নারী দিবসের র‍্যালী অনুষ্ঠিত হয়।র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।