Tuesday, 19 September 2017

 

বাকৃবিতে পূবালী ব্যাংকের রেমিট্যান্স বিষয়ক কর্মশালা

বাকৃবি প্রতিনিধি:পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের আয়োজনে এন্টি মানি লন্ডারিং, সিএফটি, আইসিসি, বৈদেশিক রেমিট্যান্স, নৈতিক ব্যাংকিং বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা (১১ মার্চ) শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. শওকাতুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, মানি লন্ডারিং একটি গুরুতর অপরাধ। মানি লন্ডারিং মাধ্যমে অর্জিত কালো টাকা সরকারের পতন ঘটাতে পারে। এটি প্রতিরোধে তিনি ব্যাংকারদের সজাগ থাকার আহবান জানান।

কর্মশালায় সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ব্যংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপক ও কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান নিতিশ কুমার রায়। সভাপতিত্ব করেন ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের প্রধান মো. রফিকুল ইসলাম। হিসাবের তথ্য জানা, বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের বিল দেওয়া, পূর্বনির্ধারিত হিসাবে অর্থ স্থানান্তর, এলসি খোলা প্রভৃতি বিষয়ে ব্যাংটির ময়মনসিংহ অঞ্চলের ২৮টি শাখার ৯০ জন কর্মকর্তাকে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়।