Saturday, 21 July 2018

 

নোবিপ্রবিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

কামরুল হাসান শাকিম নোবিপ্রবি থেকে:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং-১ এর সামনে রক্তদান বিষয়ক সংগঠন "ব্লাড ডোনারস সোসাইটি(NSTU)" এর উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি তনয় মজুমদার জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেনা। তাদের রক্তের গ্রুপ এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে মূলত এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

উক্ত ক্যাম্পেইনে সংগঠনের সদস্য সারাহ জাফরিন, নূরে এরশাদ নাজনীন, মুহতামিম খান আদন, জাহিদুল ইসলাম সৌরভ, সত্যজিৎ দাস, জুবায়ের আহমেদ জনি, মিসবাহ উদ্দিন আহমেদ মিজান, মো: শরীফ রেজা নিলয়, নাইমুল হক সাজিদ, শাওন বিন নুর, ইমরান পারভেজ মামুন প্রমুখ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন।

উল্লেখ্য ক্যাম্পেইনে প্রায় ১৫০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এবং পাশাপাশি বিএমআই (বডি ম্যাস ইনডেক্স) নির্ণয় করা হয়।