Tuesday, 21 August 2018

 

নোবিপ্রবির আন্তঃবিভাগ বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি:"মুক্তিযুদ্ধের চেতনায় হোক প্রাণবন্ত তারুণ্য" এই স্লোগান কে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন নোবিপ্রবি স্কুল অব ডিবেট( এনএসটিইউবিডি) সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ১ম স্বাধীনতা দিবস আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৭ এর ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল ৫টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েরউপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন।বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর মুশফিকুর রহমান, মাৎসবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাহবুব ফরহাদ, বাংলাদেশ এন্ড লিবারেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেব্যদ্যুতি সরকার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক  জনাব ফরিদ দেওয়ান প্রমুখ।

"মৌলবাদ নয় গননিস্ক্রিয়তাই স্বাধীনতার প্রধান হুমকি" প্রতিপাদ্য বিষয়ের উক্ত ফাইনালে বিরোধী দলীয় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স বিভাগের শেখ ফয়সাল আহমেদ, ফরহাদ কবির, মো: জিসান কে হারিয়ে সরকার দলীয় অর্থনীতি বিভাগের জয় ভৌমিক, মাহিদুল হাসান রাফাত, তানজিনা আক্তার স্মৃতি বিজয়ী হবার গৌরব অর্জন করেন।