Saturday, 22 September 2018

 

বাকৃবিতে হোটেলই কর্মচারীর মৃত্য !

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড়স্থ বিসমিল্লাহ হোটেলের কর্মচারি হাবিবুল্লাহ শান্তর (৩২) হোটেলের ভিতরই মৃত্য হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় হেল্থ কেয়ার সেন্টারে ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মো. সাইদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, শান্ত প্রায় তিন বছর যাবৎ বিসমিল্লাহ হোটেলে কাজ করত। প্রতিদিনের ন্যায় কাজ শেষে হোটেলের ভেতরেই শান্ত ও রোকন ঘুমিয়ে পরে। ভোর পৌনে ছয়টার ফ্যান ছাড়তে বলে শান্ত। সকাল ৭ টায় হোটেল খুলতে এলে রোকন শান্তকে ডেকে তুলতে চায়। সাড়া না পাওয়ায় হোটেল মালিক বিশ্ববিদ্যালয়ের হেল্থ কেয়ার সেন্টারের ডাক্তারকে ডাকে। ডাক্তার পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

হোটেলের মালিক আব্দুল আজিজ বলেন, ডাক্তার শান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে পৌনে আটটায় বিষয়টি মোবাইলে পরিবারকে জানাই। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও পুলিশের উপস্থিতিতে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়।