Saturday, 18 August 2018

 

রাবি’র “ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০১৭ পালিত”

ক্যাম্পাস ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ ও ভেটেরিনারি ছাত্র সমিতি যৌথ ভাবে ২৯ এপ্রিল ২০১৭, বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করে। এ উপলক্ষে র‌্যালি, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও সেমিনারের আয়োজন করে। সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে র‌্যালি শুরু হয়।

সেখানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সম্মানিত সভাপতি ড. এস. এম. কামরুজ্জামান, প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, মাননীয় ডীন, কৃষি অনুষদ, রাবি। আরও উপস্থিত ছিলেন সিনিয়র প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার, ড. সৈয়দ সরওয়ার জাহান, ড. খন্দকার মোঃ মোজাফফর হোসেন, ড. মোইজুর রহমান, ড.মোঃ আখতারুল ইসলাম ও শশি আহমেদ সহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

বিশ্ব ভেটেরিনারি দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় “Antimicrobial Resistance-from Awareness to Action”। দিবসটি উপলক্ষে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের নারিকেলবাড়ীয়াস্থ ক্যাম্পাসে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সবশেষে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে “Antimicrobial Resistance-from Awareness to Action” বিষয়ের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভাগের সভাপতি ড. এস. এম. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সের প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার এবং সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ গোলবার হোসেন। প্রবন্ধ উপস্থাপন শেষে প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন বিভাগের সাবেক সভাপতি ড. খন্দকার মোঃ মোজাফফর হোসেন।

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে সারা দেশে দিবসটি উদ্যাপিত হয়।