Monday, 23 July 2018

 

রাবিতে ফের ভিসি ড. আবদুস সোবহান

এস.এম.আল-আমিন,রাবি প্রতিনিধি: দীর্ঘ ৪৯ দিন অভিভাবকহীন থাকার পর অবশেষে নিয়োগ দেয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য। ২০০৯-১৩ সালের পর দ্বিতীয় বারের ন্যায় উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আবদুস সোবহান।

রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে প্রেরিত শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (স.বি-১) আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন লিপিতে এই নিয়োগ আদেশ জারি করা হয়। রেজিস্টার দফতর থেকে তা উপাচার্য দফতরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপন লিপিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ি ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবদুস সোবহানকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেন। মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে চার বছরেরই পূর্বেই এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

উপাচার্য হওয়ার আগে সেনা সমর্থিত তত্ত্ববধায়ক সরকারের সময় ছাত্র বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হয়ে বেশ কিছু দিন জেলে ছিলেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘প্রগতিশীল শিক্ষক সমাজের’ আহ্বায়কের দায়িত্বে ছিলেন অধ্যাপক সোবহান। এছাড়া সিনেট ও সিন্ডিকেট সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বেও ছিলেন তিনি।