Saturday, 22 September 2018

 

নোবিপ্রবি উপাচার্যের সাথে ছাত্রলীগের সৌজন্য সাক্ষাত

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান'র সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা এস এম ধ্রুব এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনে এ সৌজন্য সাক্ষাত করেন।এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে উপাচার্যের সাথে কথা বলেন। মাননীয় উপাচার্য যত দ্রুত সম্ভব সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য এবং নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরীর আগমন উপলক্ষ্যে ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা মিছিল বের করা হয়।মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপাচার্যের বাস ভবনের সামনে এসে শেষ হয়।