Saturday, 21 July 2018

 

রাবিতে ভর্তি পরীক্ষা ২২-২৬ অক্টোবর

এস.এম.আল-আমিন,রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে  স্নাতক  শ্রেণিতে (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২২-২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনের যোগ্যতা, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার নিয়ম বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এখানে ভর্তি পরীক্ষার্থীদের আবেদনের যোগ্যতা, নিয়মাবলী বিষয়গুলো এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর অনেকটা নির্ভর করে। এজন্য এইচএসসি পরীক্ষার ফলাফলের পরেই আমরা এসব বিষয়ে সিদ্ধান্ত নেব বলে জানান তিনি।##