Tuesday, 17 July 2018

 

স্থানীয় পত্রিকার সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের সম্মানে রাবিতে: ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক:রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ শনিবার স্থানীয় পত্রিকার সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে। জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপনায় সিনেট ভবনে এটি অনুষ্ঠিত হয়।

এই ইফতার মাহফিলে উপাচার্য প্রফেসর এম. আব্দুস সোবহান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান ও প্রক্টর প্রফেসর মো. মজিবুল হক আজাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে অন্যান্যের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধি বক্তব্য প্রদান করেন।

এই মাহফিলে দেশ ও জাতি এবং বিশ্ববিদ্যালয় পরিবারের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান পেশ ইমাম মাওলানা মো. নাছির উদ্দিন।-সংবাদ বিজ্ঞপ্তি