Tuesday, 17 July 2018

 

“এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহ্ফিল” অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক:গতকাল পবিত্র মাহে রমজান উপলক্ষে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ দোয়া ও ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়। ইফতার মাহ্ফিলে র্বোড অব ট্রাষ্টিজ এর  চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার সহ সকল সম্মানিত সদস্যদের জন্য দোয়া করা হয় এবং সামগ্রকিভাবে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফসের এ বি এম রাশদেুল হাসান, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, ট্রেজারার, রেজিষ্ট্রারসহ সকল শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী এবং ছাত্র-ছাত্রী। পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজানের তাৎপর্য ও পবিত্রতা ব্যাখ্যা করে উপাচার্য বলেন ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ও সহনশীলতার প্রতীক। তিনি ইসলামের পবিত্রতা রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাপী চলমান সহিংসতা ও সন্ত্রাস প্রতিরোধের আহ্বান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি