Friday, 19 January 2018

 

বাকৃবিতে স্নাতকোত্তর ডিগ্রীর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে কমিটির সুপারিশ পর্যালোচনা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাকৃবি উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কর্তৃক আয়োজিত স্নাতকোত্তর ডিগ্রীর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে কমিটির সুপারিশ পর্যালোচনা সংক্রান্ত কর্মশালা গত রবিবার ০৯ জুলাই ২০১৭ বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়।

 

বাকৃবি উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড, লুৎফুল হাসান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দীন খান ।

সুপারিশমালা উপস্থাপন করেন কমিটির সভাপতি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

বক্তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রীর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বর্তমান অবস্থা, সমস্যা এবং এর উন্নয়নে নানাবিধ দিক নির্দেশণামূলক প্রস্তাবনা উপস্থাপন করেন এবং কমিটির সুপারিশমালা পর্যালোচনা করেন।কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন মহোদয়সহ বিভাগীয় প্রধান ,বোর্ড অভ স্টাডিজ সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি