Friday, 20 July 2018

 

বাকৃবির ভর্তি পরীক্ষা শনিবার

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের (লেভেল-১,  সেমিস্টার-১)  ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার সকাল ১১টায় শুরু হবে। এক ঘণ্টাব্যাপী ওই ভর্তি পরীক্ষায় ১২০০ আসনের বিপরীতে ১২ হাজার ২শত ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সেল। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষার্থী। প্রাথমিক বাছাই শেষে প্রতি সিটের বিপরীতে প্রায় ১০জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে সর্বনি¤œ ৯.৬৭ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায়  অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

এ দিকে ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৬টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বেশিরভাগ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রণের জন্য ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছে। নবীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। নবীন শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র সমিতি, জেলা ভিত্তিক সমিতি প্রভৃতি।

বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের পাশে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য স্টল দিয়ে বসেছেন তারা। এদিকে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন।