Saturday, 21 July 2018

 

নোবিপ্রবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার দুপুর ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল প্রকাশ করেন। রেজাল্ট পাওয়া যাবে www.nstu-admission.info এই লিংকে।

এ বছর এ,বি,সি এবং ডি এই চার ইউনিটে যথাক্রমে মোট ১৯৭৯২, ১৬৫৮৭, ৫১৯৭, ৬১৯৮ জন শিক্ষার্থী আবেদন করে। পাশের হার যথাক্রমে ৬১.২৫%, ৭৮.৯১%, ৬৫.৯৭%, ৬৪.৫৯%।

উল্লেখ্য গত ৩ এবং ৪ নভেম্বর চার ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।