Tuesday, 20 February 2018

 

হাবিপ্রবিতে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানব বন্ধন"

ডা. মো. মোস্তাফিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি:শিক্ষকদের উপর হামলাকারিদের বিচারের দাবীতে আজ বেলা ১০:৩০ মিনিটে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর "প্রগতিশীল শিক্ষক ফোরাম" এক মানবন্ধনের আয়োজন করে। উক্ত মানব বন্ধনে বক্তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের যথাযথ  শাস্তি প্রদানের আহবান জানান।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি সাবেক উপাচার্য  প্রফেসর রুহুল আমিন, সহ-সভাপতি প্রফেসর এটিএম সফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।

উল্লেখ যে, গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয় এর ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সাবেক পরিচালক প্রফেস ডা. হারুন উর রশিদ কে অব্যাহতি দেয়াকে কেন্দ্র করে প্রগতিশীল শিক্ষক ফোরাম উপাচার্যের অফিসে অবস্থান ধর্মঘট করেন, উক্ত ধর্মঘটে শিক্ষদের উপর এ হামলার ঘটনা ঘটে।