Tuesday, 25 September 2018

 

মার্চে নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান আগামী মার্চ ২০১৮ এর প্রথম সপ্তাহে অনিষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় । ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতিকে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সম্মতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলেও এই কর্মকর্তা জানান । 

যে সকল শিক্ষার্থীদের  স্নাতক/স্নাতোকত্তর ফল প্রকাশিত হয়েছে তাঁরা সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহীদের আগামী ১৫ জানুয়ারি হতে ১৫ ফেব্রুয়ারি ২০১৮ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ফরম ডাউনলোড করে হাতে পূরণ ও ছবি সংযুক্ত করে () ঠিকানায় ই-মেইল করতে হবে। তাছাড়া এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd)-এ পাওয়া যাবে।