Monday, 20 August 2018

 

বাকৃবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি:বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা ও সভার আয়োজন করা হয়।

জানা গেছে, সকাল ১১ টার দিকে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারি। শোভাযাত্রাটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মো. এনামুল হক, আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রমুখ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় এতে অংশ নেন।