Saturday, 18 August 2018

 

নোবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ মার্চ ২০১৮) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে এর উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, ছাত্র নির্দেশনা পরিচালক, দপ্তর প্রধানবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেয়।