Wednesday, 15 August 2018

 

প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ত্বরান্বিত করার দাবিতে শেকৃবিতে মানববন্ধন

বিপুল মজুমদার, শেকৃবি থেকে:প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারী মেডিসিন অনুষদর শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। ১ এপ্রিল রবিবার বিকেল ৩ টায় শেখ কামাল অনুষদ ভবনের সামনে এই মানববন্ধন করা হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারী মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ড. কে, বি, এম, সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. উদয় কুমার মোহন্ত, সহকারী অধ্যাপিকা ডা. সাজেদা সুলতানা, সহকারী অধ্যাপিকা ডা. মির্জা সিনথিয়া। এছাড়াও এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

উপস্থিত ব্যক্তারা বলেন, ‘টেকনিক্যাল সেক্টরের অন্যান্য অর্গানোগ্রাম বাস্তবায়িত হলেও প্রানিসম্পদ অধিদপ্তরের তা বাস্তবায়ন হচ্ছে না। আমাদের দেশের প্রাণিসম্পদ ক্ষেত্রকে এগিয়ে নিতে হলে অর্গানোগ্রামের কোন বিকল্প নেই।‘