Saturday, 18 August 2018

 

বাকৃবি সাংবাদিক সমিতির বার্ষিক ফিস্ট ও বর্ষবরণ ১৪২৫ উদযাপন

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কর্তৃক বার্ষিক ফিস্ট ২০১৮ গত ১২-১৪ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল ১২ এপ্রিল রাতভর আলপনা আঁকা, ১৩ এপ্রিল দিনব্যাপী খেলাধূলার মধ্যে ছিল ক্রিকেট, ফুটবল, বেলুন ফুটানো, বেলুন দৌড়, হাড়ি ভাঙাসহ মজার মজার  খেলা। বিকেলের আকর্ষণ ছিল নৌকা ভ্রমন। সকাল-দুপুর-রাতে খাওয়া-দাওয়া সবশেষে ভিসি স্যারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী।

এসময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ছাত্র-বিষয়ক উপদেষ্টা, কৃষিবিদ ইনস্টিটিউশনের যুগ্ম মহাসচিব, প্রক্টর, সাবেক প্রক্টরবৃন্দ, কোষাধাক্ষ, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা, জিটিআইয়ের সাবেক পরিচালক, শিক্ষক, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও সদ্য বিবাহিত সাগর ও শিহাব যুগল।

১৪ এপ্রিল পহেলা বৈশাখের বিশেষ আকর্ষণের মধ্যে ছিল পান্তা-ইলিশ ও বৈশাখী আড্ডার মাধ্যমে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শেষ হয়।