Monday, 20 August 2018

 

নানা আয়োজনে বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি► নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সেমিনার, বর্ণাঢ্য র‌্যালী ও পোনা অবমুক্তকরণ কর্মসূচীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের  মাৎস্যবিজ্ঞান অনুষদ।

“জল আছে যেখানে, মাছচাষ সেখানে” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টার দিকে মাৎস্যবিজ্ঞান অনুষদের হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রহ্মপুত্র নদে গিয়ে শেষ হয়। পরে সেখানে পোনা অবমুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আলী আকবর র‌্যালির শুভ উদ্বোধন ও ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।

পোনা অবমুক্ত শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. আলী আকবর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড.ইয়াহিয়া মাহমুদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী। এসময় আরও উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের  বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক,  শিক্ষার্থী, হ্যাচারি মালিক ও মৎস্য চাষীবৃন্দ।