Monday, 20 August 2018

 

বাকৃবিতে উদীচী শিল্পগোষ্ঠীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি►সারাদেশে চলমান অব্যাহত খুন, ধর্ষণ, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা উদীচী শিল্পগোষ্ঠী। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স¥ৃতিস্তম্ভ বিজয়’ ৭১ এর পাদদেশে ওই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি অধ্যাপক ড.মো. রফিকুল আলম, সহসভাপতি অধ্যাপক ড.মোহাম্মদ মনিরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক ও কৃষি অনুষদের মাস্টার্স শিক্ষার্থী আল মুজাহিদ মৃদুল। আরো উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের পশুপ্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, কৃষি অর্থনীতি ও সমাজ বিজ্ঞান অনুষদের অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. শংকর কুমার রাহাসহ উদীচীর সকল শিল্পীবৃন্দ।

এসময় বক্তারা, সারাদেশে চলমান জঙ্গী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং যুবসমাজকে এমন ঘৃণিত কর্ম হতে বিরত থাকার আহ্বান জানান।