Saturday, 22 September 2018

 

পবিপ্রবিতে জংগীবাদ বিরোধী মানববন্ধন ও র‌্যালি

মো মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি : দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জংগীবাদ বিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে জঙ্গীবাদ ও সন্ত্রাস এর মত এ ধরণের অনাকাঙ্খিত ও অনভিপ্রেত ঘটনার মাধ্যমে যাতে জাতীয় স্থিতিশীলতা বিনষ্ট না হয় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে মানব বন্ধন ও র‌্যালি কর্মসূচি পালন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ কর্মসুচিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বাংলাদেশ ছাত্রলীগ ,   সকল হল , সামাজিক সংগঠন, কর্মকর্তা কর্মচারী সংগঠনের নেতা কর্মী সকল সেমিস্টারের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন  সরকারী কাজে দক্ষিন কোরিয়া অবস্থান করায় তাঁর অবর্তমানে দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর আ ক ম মোস্তফা জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড মো সুলতান মাহমুদ,  প্রফেসর ড মো রবিউল হক সহ প্রমুখ।