Monday, 23 July 2018

 

পবিপ্রবির সাথে কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

মো:মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য্যালয়ের সাথে দক্ষিণ কোরিয়ান সুনচান ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৮ জুলাই (সোমবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার কার্যালয় হতে এ তথ্য পাওয়া যায়।

 

উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো:শামসুদ্দীন এবং সুনচান ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ লাইফ সায়েন্স ও ন্যাচারাল রিসোর্সেস এর ডিন প্রফেসর পার্ক কিউমজো নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় এই দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।