Sunday, 19 August 2018

 

বাকৃবিতে জাতীয় শোক দিবস পালিত

আবুল বাশার মিরাজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (ময়মনসিংহ):জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শোক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে সোমবার সকালে ৯টার দিকে ক্যাম্পাসের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে এসে শেষ হয়। শিক্ষক সমিতির নেতেৃত্বে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু অফিসার্স পরিষদ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ছাত্র সংগঠন। এছাড়ও বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ, মন্দির ও উপাসনালয় দোয়া, মিলাদ মাহফিল ও প্রার্থনা করা হয়।