Saturday, 21 July 2018

 

পবিপ্রবিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের বর্ষপূর্তী ও গ্রাজুয়েশন অনুষ্ঠান

মো মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবিঃ পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ৭ম বর্ষপূর্তী ও ৩য় ব্যাচের গ্রাজুয়েশন সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগষ্ট বর্ষ পূর্তীর কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এক আনন্দ শোভাযাত্রা একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একাডেমিক ভবনের সামনে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড মো শামসুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর আ ক ম মোস্তফা জামান রেজিস্ট্রার প্রফেসর ড মো জেহাদ পারভেজ,সভাপতিত্ব করেন ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন ড এ কে এম আব্দুল আহাদ বিশ্বাস।

উপাচার্য অত্র অনুষদের ৩য় ব্যাচের গ্রাজুয়েশন সম্পন্ন গ্রাজুয়েটদের ক্রেস্ট ও উপহার তুলে দেন। সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনূষ্ঠান আয়োজন করা হয় যেখানে অনুষদীয় শিক্ষার্থীরা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে ৭ম বর্ষপূর্তীর আনন্দে মেতে ওঠেন।