Sunday, 19 August 2018

 

নানা আয়োজনে পবিপ্রবিতে শুভ জন্মাষ্টমী পালিত

মো মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবিঃপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সনাতন সংঘের উদ্যোগে সনাতন ধর্মীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথী পালিত হয়েছে। ২৫ আগষ্ট দিবসটি পালনে দিনব্যাপী নানা আয়োজন গ্রহন করেছে সনাতন সংঘ।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে মঙ্গল ঘট স্থাপনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। শ্রী কৃষ্ণ পূজায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবল্মী শিক্ষক-শিক্ষার্থী ,কর্মকর্তা কর্মচারী সমবেত হন। এক মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়।

দিবসের তাতপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোঃ শামসুদ্দীন , আরো উপস্থিত ছিলেন ভিসি পত্নী মিসেস ছায়েরা বানু, ননী গোপাল সাহা,ড অসিত কুমার পাল,ডা মিল্টন তালুকদার, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, ছাত্র ছাত্রী বৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ প্রমুখ।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তন্বী চন্দ।পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকরা।