Saturday, 21 April 2018

 

রাবিতে প্রাণিবিদ্যা বিভাগে জাদুঘর উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম:সংস্কারের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর মুস্তাফিজুর রহমান মেমোরিয়াল মিউজিয়াম এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রাণিবিদ্যা বিভাগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই জাদুঘরের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ। বিভাগের সভাপতি প্রফেসর সেলিনা পারভীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর নজরুল ইসলাম। বিভাগের শিক্ষক প্রফেসর রেজিনা লাজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।

পরে উপাচার্যসহ অতিথিবৃন্দ জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীটি আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে খোলা থাকবে।