Sunday, 24 June 2018

 

রাবি আন্তঃবিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ

ক্যাস্পাস ডেস্ক:রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে  ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে সমাজকর্ম বিভাগ। বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৭-৩ গোলে জয়ী হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন।

সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেয়। ৩০ আগস্ট বিকেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন  আন্তঃবিভাগ গেমস্ সাব-কমিটির সভাপতি সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর এম ফয়জার রহমান।