Friday, 19 January 2018

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম:রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের অধিকারী শিক্ষার্থীদের ‘উপাচার্য পুরস্কার’ প্রদান করেন। এই অনুষ্ঠানে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিসহ অন্যান্য পরীক্ষায় কৃতিত্বের অধিকারী শিক্ষার্থীদের ‘মেধা পুরস্কার’ও প্রদান করা হয়।

আজ বুধবার সকাল ৯টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্কুলের অধ্যক্ষ প্রফেসর মোহা. আলী আহসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আনসার উদ্দীন ও উপাধ্যক্ষ এ বি এম  কমরুদৌলা। স্কুলের উপাধ্যক্ষ মো. শফিউল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

শেষ পর্বে অনুষ্ঠিত হয় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের শিক্ষক ডালিয়া রহমান. ড. মোহা. কাওসার হোসাইন, মো. আবু জাহিদ আল বোরহান ও মো. বাদশা আলম অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।